গ্রাম আদালতের অন্তর্ভুক্ত ফৌজদারী ও দেওয়ানী মামলাসমূহ
(ক)তফসিলের প্রথম অংশ : বিচারযোগ্য ফৌজদারী মামলা সমূহ
১। দন্ডবিধির ধারা ৩২৩ বা ৪২৬ বা৪৪৭ মোতাবেক কোন অপরাধ সংঘটন করা,বে-আইনি জনসমাবেশ সাধারণ উদ্দেশ্যে হলে এবং উক্ত বে-আইনি জনসমাবেশে জড়িত ব্যক্তির সংখ্যা ১০ এর অধিক না হলে দন্ডবিধির ১৪৩ ও ১৪৭ ধারা, ১৪১ ধারা এর ৩য় বা ৪র্থ দফার সাথে পঠিতব্য;
২। দন্ডবিধির ধারা ১৬০,৩৩৪,৩৪১,৩৪২,৩৫২,৩৫৮,৫০৪,৫০৬ (প্রথম অংশ) ৫০৮,৫০৯ এবং ৫১০;
৩। দন্ডবিধির ধারা ৩৭৯,৩৮০, ও ৩৮১ যখন সংঘটিত অপরাধটি গবাদিপশু সংক্রান্ত হয় এবং গবাদিপশুর মূল্য অনধিক ২৫,০০০/-(পচিঁশ হাজার)টাকা হয়;
৪। দন্ডবিধির ধারা ৩৭৯,৩৮০ ও ৩৮১ যখন সংঘটিত অপরাধটি গবাদিপশু ছাড়া অন্য কোন সম্পত্তি সংক্রান্ত হয় এবং উক্ত সম্পত্তির মূল্য অনধিক ২৫,০০০/-(পচিঁশ হাজার)টাকা হয়;
৫। দন্ডবিধির ধারা ৪০৩,৪০৬,৪১৭, ও ৪২০ যখন অপরাধ সংশ্লিষ্ট অর্থের পরিমান অনধিক ২৫,০০০/-(পচিঁশ হাজার)টাকা হয়;
৬। দন্ডবিধির ধারা ৪২৭ যখন সংশ্লিষ্ট সম্পত্তির মূল্য অনধিক ২৫,০০০/-(পচিঁশ হাজার)টাকা হয়;
৭। দন্ডবিধির ধারা ৪২৮ ও ৪২৯ যখন গবাদিপশুর মূল্য অনধিক ২৫,০০০/-(পচিঁশ হাজার)টাকা হয়;
৮। Cattle Tresspass Act,1871(Act No 1 of 1871) এর Section24,26,27;
৯। উপরিউক্ত যে কোন অপরাধ সংঘটনের চেষ্টা বা তা সংঘটনের সহায়তা করা।
(খ) তফসিলের দ্বিতীয় অংশ দেওয়ানী মামলা সমূহ
১।কোন চুক্তি মোতাবেক পাওনা টাকা বা দলিল দস্তাবেজ আদায়ের মামলা;
২।অস্থাবর সম্পত্তি উদ্ধার বা এর মূল্য আদায় জনিত;
৩।গবাদি পশূর দ্বারা ক্ষতি সাধনের মামলা;
৪।এক বছর কালের মধ্যে কোন স্থাবর সম্পত্তি বেদখল হলে তা পুনর্দখলের মোকদ্দমা;
৫। অন্যায়ভাবে অস্থাবর সম্পত্তি দখল বা ক্ষতিসাধনের জন্য ক্ষতিপূরণের ২৫(পচিঁশ হাজার টাকা) মামলা;
৬।কৃষি শ্রমিকদের পরিশোধযোগ্য মজুরি ও ক্ষতিপূরন ২৫(পচিঁশ)হাজার টাকা আদায়ের মোকদ্দমা ইত্যাদি ।
Planning and Implementation: Cabinet Division, A2I, BCC, DoICT and BASIS